জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লিখিত প্রতিশ্রুতি না পেলে কোন দলের সাথেই জোট করবে না তিপরা মথা। হোক রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সীতারাম ইয়েচুরি কিংবা প্রধানমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। বেশ কিছুদিন ঘামটি মেরে বসে থাকলেও সোমবার কিছুটা অক্সিজেন পেল পাহাড়ের শক্তি নির্ণায়ক আঞ্চলিক দল তিপরা মথার নেতাকর্মী সমর্থকরা। এদিনই আগরতলা এমবিবি বিমানবন্দরে এসে পা রাখেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। বোবাগ্রাকে দেখে দলীয় কর্মী সমর্থকরা একপ্রকার আবেগে আপ্লুত হয়ে পড়েন। ওই হুল্লোড় আর কলরবে ভরে ওঠে এমবিবি বিমানবন্দর চত্বর। ফুলের তোড়া রিসা দিয়ে একে একে সবাই বোবাগ্রাকে স্বাগত জানিয়ে রাস্তায় দু-সারিতে বাইক রেলি করে নিয়ে যায় খুমলুঙে।প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এদিন সব কয়টি রাজনৈতিক দলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন , আমি আমার সমর্থকদের কোনদিন ধোঁকা দিতে পারব না, জনগণের ইচ্ছায় আমার ইচ্ছা।প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তাদের পাশে থেকেই লড়াই চালিয়ে যাবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন , আমি ব্যক্তিগতভাবে জিতেন্দ্র বাবুকে ভালোবাসি, তার সঙ্গে কথাও হয়েছে, রাহুল গান্ধীকে রেসপেক্ট করি, অমিত শাহ কেউ জানে, তার মানে এই নয় পদ আর ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে যাব , আমি থাকবো জনগণের সাথে। তিপরা মথা দলের উদ্যোগে সোমবার এডিসি এলাকায় যে সভা অনুষ্ঠিত হবে , সেই সভায় জাতীয় উপজাতি উভয়াংশের জনগোষ্ঠীর উদ্দেশ্যে বক্তব্য রাখবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
রাজ্য
আমার সমর্থকদের কোনদিন ধোঁকা দিতে পারব না, লিখিত প্রতিশ্রুতি চাই জোটে : বোবাগ্রা
- by janatar kalam
- 2023-01-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this