2024-09-20
agartala,tripura
রাজ্য

নির্বাচন হিংসা মুক্ত স্বতন্ত্র ভাবে হোক চাইছেন মুখ্য নির্বাচন কমিশনার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে আসেন মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা দুদিনের রাজ্য সফরে এসে প্রথম দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সাথে দফায় দফায় বৈঠকে মিলিত হয়। রাজনৈতিক দলগুলির নেতৃত্বরা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দাবি করেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার। দুই দিনের সফরের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভারতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল l সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সংগঠিত করতে বদ্ধ পরিকর l রাজ্যে যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হিংসা মুক্ত হোক, স্বতন্ত্র ভাবে হোক এটাই চাইছেন মুখ্য নির্বাচন কমিশনার। এদিন মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন l এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে, অরুণ গোয়েল এছাড়াও দুজন ডেপুটি ইলেকশন কমিশনার l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service