জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপিকে পরাস্ত করতে শেষ পর্যন্ত জোট বাধলো রাজ্যের একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দল কংগ্রেস ও সিপিএম। আহব্বান রাখলেন বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দলকে একই মঞ্চে আসার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি বিরোধী জোট গড়ার ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধীদল সিপিআইএম। যে সিপিআইএমের 35 বছরের শাসনকালে শত শত কংগ্রেস কর্মী সমর্থক খুন হয়েছিল। গৃহহীন হয়ে ছিল হাজার হাজার যুবক , বুক খালি হয়েছিল অনেক মায়ের, সিঁথির সিঁদুর মুছে ছিল অনেক নারীর, পিতৃ মাতৃ হীন হয়েছিল অনেক শিশু। সেই সিপিএমের সাথে মিতালি করে বিজেপিকে পরাস্ত করার জন্য মাঠে নামছে কংগ্রেস ও সিপিআইএম। যে সিপিআইএম 2018 নির্বাচনের আগে ও পাঁচ বছরের জোট রাজত্বের ভাঙ্গা ক্যাসেট বাজিয়ে নির্বাচনী বৈতরণী পার পেতে চেয়েছিল সেই সিপিএম কংগ্রেসের সাথে জোট গড়ার আহ্বান জানিয়েছে। প্রশ্ন উঠছে দুই দলের নিচু তলার কর্মীরা কতটুকু মেনে নেবে। সিপিআইএম দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দুইদিনব্যাপী ম্যারাথন বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা কেন্দ্রীয় কমিটির নেতা সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরি বলেন , বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি দলকে হঠাতে সিপিআইএমের কাছে সমভাবাপন্ন দলগুলির সাথে জোট করা ছাড়া আর কোনো উপায় নেই। সি পিআই এম সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন , নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম দল। তবে এখনো সেই ভাবে কংগ্রেসের সাথে আলোচনা হয়নি। বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিআইএমের জোট আগে থেকেই পাক্কা ছিল। সেটা অনেক আগেই সাধারণ ভোটাররা অনুমান করেছিল। সিপিআইএম এখন আগবাড়িয়ে জোট করতে চাইছে তিপরা মথা দলের সাথেও। তবে দুই দলের ফলাফল কি হবে সেটা সময়ই বলবে
রাজ্য
এই জোট দুই দলের নিচু তলার কর্মীরা কতটুকু মেনে নেবে, প্রসঙ্গ : জোটের আহব্বান সীতারামের…বিস্তারিত পড়ুন,,
- by janatar kalam
- 2023-01-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this