2024-12-29
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রধানমন্ত্রীর টিবিমুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে সচেতনতামূলক সাইকেল রেলি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর টিবিমুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে বুধবার আগরতলা শহরে অনুষ্ঠিত হল এক সাইক্লোথন। সচেতনতামূলক এই সাইকেল মিছিলটি এদিন আয়োজন করে স্বাস্থ্য দপ্তরের পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়। এদিন সকালে দপ্তরের জেলা কার্যালয় থেকে সাইকেল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মূলত কিভাবে টিবি রোগ থেকে মুক্ত রাখা এবং যারা এই রোগে আক্রান্ত তাদের কিভাবে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব সে বিষয়ে জনগণকে সচেতন করে তোলার জন্যই এই দিনের এই সাইক্লোথনের আয়োজন। সকালে সবুজ পতাকা নেড়ে সাইক্লোথনের আনুষ্ঠানিক সূচনা করলেন দপ্তরের আধিকারিক দেবাশীষ বসু, রাধা দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service