জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা এনএসআরসিসিতে শুরু হল এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির। আটদিন ব্যাপী আয়োজিত এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে ২৫৬ জন এনসিসি ক্যাডেট অংশ নেয় এই শিবিরে। এর মধ্যে ১২ টি কলেজ ও ১৮টি স্কুলের ছেলে ১২১ জন ও মেয়ে রয়েছেন ১২৫ জন। মূলত এনসিসি ক্যাডেটদের বিভিন্ন দিক দিয়ে আরো বেশি করে দক্ষ করে তোলার জন্য এই শিবিরের আয়োজন। বিএসএফ অফিসার, আর্মি অফিসার, আইএএস অফিসার থেকে শুরু করে বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৩ ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ানের এসএম কমান্ডিং অফিসার কর্নেল এম এ রাজ মান্নার। এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।
রাজ্য
আগরতলা এনএসআরসিসিতে শুরু হল এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির
- by janatar kalam
- 2023-01-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this