2024-11-25
agartala,tripura
রাজ্য

টিআরটিসির কর্মীদেরও ১২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা সড়ক উন্নয়ন পরিবহন নিগম তথা টি আর টি সির পরিচালন কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এখন থেকে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও প্রতিবন্ধীরা টিআরটিসি বাসে উঠলেই ভাড়ায় পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। তাদের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। বৈঠকে আরো সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের শ্রমিক কর্মচারীদের মত টিআরটিসির কর্মীদেরও ১২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হবে। মঙ্গলবার টিআরটিসি কমপ্লেক্সে নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায় ও এম ডি সজল বিশ্বাসকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান অভিজিৎ দেব গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান। শ্রী দেব এদিন আরো জানান, যাত্রী পরিষেবার উন্নয়নে নিগম সিদ্ধান্ত নিয়েছে নতুন করে কৈলাশহর থেকে কুমারঘাট রেল স্টেশন এবং ধর্মনগর থেকে আনন্দবাজার পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু করার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service