জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিএবি বিলের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে গিয়ে রাজ্য পুলিশের বর্বরোচিত আক্রমণের ঘটনার দিনটিকে বিগত দিনের মত এবারও কালো দিবস হিসেবে পালন করলো তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তেই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে সংগঠন। ২০১৯ সালের ৮ই জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সিএবি বিলের প্রতিবাদে জিরানিয়া মাধববাড়ি এলাকায় উপজাতি ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। আর এই বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ আচমকা আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। পুলিশের এই গুলি চালনার ঘটনায় গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সেদিন। আর এরই প্রতিবাদে প্রতিবছর আট জানুয়ারি দিনটি কালো দিবস হিসাবে পালন করে আসছে স্টুডেন্টস ফেডারেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে রবিবার আগরতলাতেও সংঘটিত হয় এই কর্মসূচি। টিএসএফ এর টাউন এবং কলেজ কমিটির উদ্যোগে এদিন আগরতলা উজান অভয়নগর এলাকায় সংগঠনের কর্মীরা হাতে কালো পতাকা এবং মুখে কালো ব্যাজ পড়ে দিবসটি পালন করে সংগঠনের কর্মীরা।
রাজ্য
কালো দিবস পালন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের
- by janatar kalam
- 2023-01-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this