2024-12-18
agartala,tripura
রাজ্য

গ্রামোন্নয়ন দপ্তরের নবগঠিত জিরানিয়া বিভাগীয় কার্য্যালয়ের শুভ উদ্বোধন হলো আজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানিয়ায় রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে গ্রামোন্নয়ন দপ্তরের নবগঠিত জিরানিয়া বিভাগীয় কার্য্যালয়ের শুভ উদ্বোধন হয় রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা ৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জিলা সভাধিপতি অন্তরা সরকার দেব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান শোভামনি দেববর্মা, গ্রামোন্নয়ন দপ্তরের নবগঠিত জিরানিয়া বিভাগীয় কার্যালয়ের নির্বাহী বাস্তকার সঞ্জয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service