জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন বিধানসভা নির্বাচনে পাবিয়াছড়া কেন্দ্রে বিজেপিকে জয়ী করার বার্তা নিয়ে শনিবার কুমারঘাটে অনুষ্ঠিত হলো বিজেপির জনবিশ্বাস যাত্রা এবং বিজয় সংকল্প জনসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা,মন্ত্রী ভগবান দাস সহ একাধিক রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে হয় বিজেপির সাড়াজাগানো কর্মসূচী। উল্লেখ্য রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাত ধরে ধর্মনগরে সূচনা হয়েছিলো রথযাত্রার। রাজ্যের প্রতিটি বিধানসভা পরিক্রমা করবে এই রথ। যার মাধ্যমে আগামী নির্বাচনে নিজেদের প্রচার অভিযান সেরে নিচ্ছে শাসক দল বিজেপি। শনিবার রথ পরিক্রমা করে কুমারঘাট এলাকা। এদিন রথে চড়েন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা,মন্ত্রী ভগবান দাস,দলের রাজ্য সাধারন সম্পাদক অমিত রক্ষিত,দলের রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য,দলের ঊনকেটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা। এদিন রথযাত্রাকে কেন্দ্র করে কুমারঘাটে হয় সাড়াজাগানো জনসভা। সভায় আলোচনা রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন মোদীর নেতৃত্বেই আজ দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে ত্রিপুরা। তরান্বিত হচ্ছে রাজ্যের উন্নয়নের গতিধারা। বিরোধী দলকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন রাজ্যে গনতন্ত্র এবং আইনের শাসন নেই বলে মাঠ গরম করছে বিরোধীরা কিন্তু বিজেপির শাসনে রাজ্যে অপরাধমূলক ঘটনা এবং আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বলে বিরোধীদের পাল্টা দিয়েছেন মানিক সাহা। বর্তমানে রাজ্যে সরকারী নিয়োগেও স্বচ্ছতা এসেছে বলে দাবী মুখ্যমন্ত্রীর।
রাজ্য
বিজেপির শাসনে রাজ্যে অপরাধমূলক ঘটনা এবং আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-01-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this