2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পয়লা জানুয়ারি প্রকাশিত হয়েছে ২০২৩ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। সমস্ত জেলা সদরে নির্বাচনী আধিকারিকরা এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সমস্ত তথ্য সংগ্রহ করে ৬ জানুয়ারি শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। নির্বাচন আধিকারিক এর পক্ষে আহুত এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জানান ২০২৩ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী এবছর মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১৩ লক্ষ ৯৮ হাজার ১২৫ জন। তারমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭৭ জন। এবছর মোট ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে ৩৩২৮ টি। একেকটি ভোট গ্রহণ কেন্দ্র গড়ে ভোটার থাকবে ৮৪৫ জন।৮০ বছরের উপরে ভোটার রয়েছে ৩৪ হাজার ৩৯ জন, ১০০ বছরের উপরে ভোটার রয়েছে ৬ হাজার ৭৯ জন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service