2024-12-15
agartala,tripura
রাজ্য

মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিলো সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘোষিত মহার্ঘভাতা অনুযায়ী সরকারি এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রইলেন সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা। তাই মহার্ঘ ভাতা থেকে বঞ্চনার প্রতিবাদে এবং অবিলম্বে তাদের নিয়মিতকরণসহ মোট পাঁচ দফা দাবিতে এবার রাস্তায় নামল সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের সংগঠন ত্রিপুরা সমগ্র শিক্ষা এম্প্লয়িস এসোসিয়েশন। শুক্রবার আগরতলা শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় শিক্ষক শিক্ষিকারা। পরে সংগঠনের চেয়ারম্যান বাস্তব দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সমগ্র শিক্ষা প্রকল্প অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। তাদের বক্তব্য আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারকে দাবিগুলি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রকল্প অধিকর্তা অ্যাসোসিয়েশনের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে যাবেন বলে এদিন প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন।
নির্বাচনের আগে সম্ভাব্য মন্ত্রিসভার বৈঠকে তাদের দাবিগুলি পূরণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা না হলে আগামী দিন সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনের নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service