জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগেকার সরকারের আমলে আমরা কথাশিল্পী দেখেছি ,শুধু কথার শিল্প বানিয়েছে ,বাস্তবে কাজের বেলা অষ্টরম্ভা। সঠিক কোন পরিকল্পনা নিয়ে রাজ্যের উন্নয়ন করেনি। বুধবার সরকারের 58 মাসের রিপোর্ট কার্ড প্রকাশ করে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার সিংহভাগ প্রতিশ্রুতি পালন করে দেখিয়ে দিয়েছে সরকার। বুধবার রাজধানীর রবীন্দ্রভবনে আয়োজিত ত্রিপুরার উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন শীর্ষক অনুষ্ঠানে রিপোর্ট কার্ড পেশ করে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ডা: সাহা বলেন, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে দেখিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বলেন , বিধান সভাতে বিরোধী দলগুলি রিপোর্ট কার্ডের জন্য চিৎকার চেঁচামেচি করেছিল , আমরা বলেছিলাম রিপোর্ট কার্ড প্রকাশ করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাব , আজকে রিপোর্ট কার্ড প্রকাশের পর বিরোধী দলগুলির উদ্দেশ্যে বলবো এইবার হিসাব মিলিয়ে দেখুন।ভারতীয় জনতা পার্টির যা বলে তা করে দেখিয়ে দেয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মন্ত্রী রামপ্রসাদ পাল , ভগবান দাস, মনোজ কান্তি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন , বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিক গণ।
রাজ্য
কথার শিল্প বানিয়েছিল বিগত সরকার বর্তমান সরকার গড়েছে কাজের শিল্প : মানিক
- by janatar kalam
- 2023-01-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this