2024-12-19
agartala,tripura
রাজ্য

দুর্ঘটনার কবলে মারুতি গাড়ি, অল্পতে রক্ষা পেলো দুইটি প্রাণ

ফের যান দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে” । লক-ডাউনেও থেমে নেই যান দুর্ঘটনা । প্রায় প্রতিদিনই লক-ডাউন চলাকালীন সময়ে ছোট বড়ো যান সন্ত্রাস অব্যাহত রয়েছে । আবারও যান সন্ত্রাসের কারণে সংবাদ শিরোনামে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন ৩৪ মাইল সংলগ্ন এলাকা । ঘটনার বিবরণে জানা যায়, TR 04 C 0736 নম্বরের একটি মারুতি গাড়ি অনামিকা দেববর্মা এবং সাগরজিৎ দেববর্মা নামে দুজন মারুতি গাড়ি নিয়ে টাকারজলা থেকে আমবাসা যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৪ মাইল সংলগ্ন স্থানে ঘটে এই বিপত্তি । উল্লেখ্য, মারুতি গাড়ির পেছন দিক দিয়ে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । ফলে রাস্তার পাশে উল্টে যায় মারুতি গাড়িটি । গাড়িতে থাকা দুইজন অল্পবিস্তর আহত হয় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service