2024-12-15
agartala,tripura
রাজ্য

বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতিতে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদমাধ্যম। গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। গণতন্ত্রকে শক্তিশালী ও মজবুত করতে গেলে অনবদ্য ভূমিকা নিতে হবে সংবাদ মাধ্যমকেই। সেজন্য সংবাদমাধ্যমকেউ তার ভূমিকা সম্পর্কে সচেতন থাকতে হবে। বললেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাযেন মগ। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে সার্বিকভাবে রক্ষা করাই সাধারণ নাগরিকের প্রধান কর্তব্য। গণতন্ত্রের প্রধান শর্ত হল নির্বাচনী প্রক্রিয়া। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই গণতান্ত্রিক দেশ বা রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়। তবে এই নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করতে গেলে গণতান্ত্রিক দেশ বা রাজ্যে সমাজের সমস্ত অংশের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নির্বাচন পরিচালনার জন্য দেশে যেমন নির্বাচন কমিশন গঠিত হয়েছে তেমনি রয়েছে আদালত , সংবিধান সর্বোপরি সংবাদমাধ্যম। চারটি স্তম্ভের সম্মিলিত প্রয়াসে দেশের সঠিক গণতন্ত্র মাথা উঁচু করে দাঁড়ায় | তাই গণতান্ত্রিক সরকার গঠনে প্রতিটি নির্বাচনেই সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা থাকে। সংবাদমাধ্যম সঠিক ভূমিকা পালনের উদ্দেশ্যে এবং তাদেরকে নির্বাচন কমিশন প্রদত্ত আচরণবিধি মেনে চলার জন্য প্রতিটি নির্বাচনের আগে কমিশন থেকে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়ে থাকে। রাজ্যের 2023 বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতিতে মঙ্গলবার সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল রাজধানীর প্রজ্ঞা ভবনে।সেখানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাযেন মগ এবং এস বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরেন। এ দিনের প্রশিক্ষণ শিবিরটি মূলত তিনটি সেশানে বিভক্ত করা হয়েছিল প্রথমত ওপেনিং সেশন এর পরেই শুরু হয়েছিল মডেল কোড অফ কন্ডাক্ট, এবং কভারেজ অফ পুল এন্ড কাউন্টিং,দ্বিতীয় সেশনে ছিল এমসিএমসি, এছাড়াও হ্যান্ডস-অন ইভিএম এন্ড ভিভিপেট ট্রেনিং এন্ড ডেমোনেস্ট্রেশন করা হয়েছে। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রেখেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা দেবাশীষ নাথ |।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service