এই বিপন্ন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এবার গরিব ও দুস্থদের সাহাযার্থে এগিয়ে এলো ত্রিপুরা রাজ্য বিদ্যূত নিগম লিমিটেড. এদিন বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে ৩১, ৩৯, ৬২০ ( একত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত বিশ) টাকার চেক তুলে দেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড: এম এস কেলে. করোনা পরিস্থিতি মোকাবিলায় নিগমের এধরণের উদ্যোগকে ধন্যবাদ জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা. পাশাপাশি নিগমের পক্ষ থেকে এধরণের উদ্যোগ ভবিষ্যতেও জারি থাকবে বলে জানানো হয়.
janatar kalam Blog রাজ্য বিপন্ন পরিস্থিতিতে রাজ্যের গরিব ও দুস্থদের পাশে দাঁড়ালো ত্রিপুরা রাজ্য বিদ্যূত নিগম লিমিটেড
Leave feedback about this