2024-12-19
agartala,tripura
রাজ্য

পূর্বউদয়ার কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংসদ জায়া নীতি দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যে দেশে পিতৃতুল্য বড় হৃদয়ের মোদীর মতো প্রধানমন্ত্রী রয়েছে ,এই দেশের উন্নতি অবধারিত , শ্রেষ্ঠ রাজ্য হবে ত্রিপুরা, তাই মোদিজিকেই আবার চাই , বললেন সাংসদ জায়া নীতি দেব। সেবামূলক কাজে গত কয়েক বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে পূর্বউদয়া সামাজিক সংস্থা। বিভিন্ন সময়েই সমাজের অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে এই সংস্থা। সাধারণ গরিব মানুষের সাহায্যার্থে রাজধানী আগরতলা শহরে বেশ কয়েকটি আউটলেট পরিচালনা করছে পূর্বউদয়া সামাজিক সংস্থা। যেগুলি থেকে বিভিন্ন সময় গরীব দুস্থ লোকেরা তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে। এই প্রকল্পটি দারুণ সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। সোমবারপূর্বউদয়া সামাজিক সংস্থার উদ্যোগে প্রতাপগড় মন্ডলের সহযোগিতায় গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন নীতি দেব। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমতি দেব বলেন , যেখানে মোদীজি রয়েছে সেখানে সব সম্ভব হবে , উন্নতি হবে শ্রেষ্ঠতর। এদিন নীতি দেব আসন্ন বিধানসভা নির্বাচনে ফেল মোদির জয়কে নিশ্চিত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান রাখেন। বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে, ফের মোদীজিকে চাই। এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service