জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির সরকার মহিলাদের সশক্তিকরণ এর রাস্তা করে দিয়েছে ,কমিউনিস্টরা করে দেয়নি,কমিউনিস্টরা মহিলাদের শোষণ, অত্যাচার আর বলাৎকার করার রাস্তা করে দিয়েছে, যার প্রমাণ রয়েছে |বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়া কৃষ্ণপুর গ্রামের। তেলিয়ামুড়া আর.ডি ব্লকের উদ্যোগে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলাবাড়ি এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের তীব্র আক্রমণ করে। বলেন গত 25 বছর কমিউনিস্টরা জনহিতে কোনো কাজ করেনি। শুধু নিজেদের প্রাসাদোপম ইমারত তৈরী করেছে। বিপ্লব কুমার দেব দিন আরো বলেন , মহিলার সশক্তিকরণ এর নজির তৈরি করেছে বিজেপি সরকার , রাজ্যে বর্তমানে 300 উপরে রেশন শপ মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে। জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের গ্রামপাহাড়ে প্রতিটি ঘরে ঘরে জল বলছে দিয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড: অতুল দেববর্মা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের BDO দেবপ্রিয়া দাস সহ অন্যান্যরা।
রাজ্য
কমিউনিস্টরা মহিলাদের শোষণ অত্যাচার ও বলাৎকারের রাস্তা করে দিয়েছে: বিপ্লব
- by janatar kalam
- 2023-01-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this