2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৫ জানুয়ারি থেকে শুরু হবে বিজেপির জন বিশ্বাস যাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনে পুরোদমে ময়দানে নেমে গেছে প্রদেশ বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রবাস শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতে।প্রচারে ঝড় তুলতে তৃণমূল স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সাংগঠনিক বৈঠক শেষ হয়ে গিয়েছে।২৩ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে সমস্ত নেতাকর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় হাইকমান্ড থেকে। সোমবার প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন,নির্বাচনী প্রচার শুরু হবে ৫ জানুয়ারি জন বিশ্বাস যাত্রা দিয়ে। এদিন উত্তর ত্রিপুরা থেকে জন বিশ্বাস যাত্রা রথের সূচনা হবে। অনুরূপ আরেকটি রথের সূচনা হবে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। জন বিশ্বাস যাত্রার জন্য গোটা রাজ্যকে দুইটি জোনে বিভক্ত করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারি ডা: মহেশ শর্মা, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রমূখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service