2024-12-20
agartala,tripura
রাজ্য

ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে পালিত হলো অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্ম দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিতাস একটি নদীর নাম জনপ্রিয় সাহিত্যের লেখক অদ্বৈত মল্লবর্মনের জন্মজয়ন্তী পয়লা জানুয়ারি। প্রতিবছরই সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে উদযাপিত তার জন্ম জয়ন্তী। এবছর অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্ম দিবস। বেসরকারিভাবে এবারো বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি নানা কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মজয়ন্তী পালন করলো। রবিবার সকালে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে। সেখানে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক, সম্পাদক বিধায়ক সুধন দাস সহ উপস্থিত নেতা কর্মীরা। অনুষ্ঠানে অদ্বৈত মল্লবর্মনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের সম্পাদক বিধায়ক সুধন দাস বলেন কালজয়ী সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ সমাজের দরিদ্র নিপীড়িত তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের জীবন কাহিনী তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন। যা এক ইতিহাস। কিন্তু আজও দেশের বিভিন্ন প্রান্তে পিছিয়ে থাকা মানুষেরা নানান দিক দিয়ে অবহেলা বঞ্চনার শিকার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service