2024-12-19
agartala,tripura
রাজ্য

বকেয়া ১৮ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ মোট ১০ দফা দাবিকে সামনে রেখে রাস্তায় নামল রাজ্যের শিক্ষক কর্মচারীরা

প্রতিশ্রুতি মোতাবেক কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন কার্যকর,রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ১৮ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরন, বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শুন্য পদ গুলি অবিলম্বে পূরণ, রাজ্যে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠাসহ মোট ১০ দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামল রাজ্যের শিক্ষক কর্মচারীরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সরকারি ছুটির দিন আগরতলা শহরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক পথ সভায় মিলিত হয়। সেখানে কর্মচারী নেতৃত্ব দাবিগুলি তুলে ধরে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service