2024-11-13
agartala,tripura
রাজ্য

২২৭৫ কোটি টাকা ব্যয় হবে বিদ্যুৎ উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি হবে সাড়ে ছয় হাজার বেকারের জানালেন উপমুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে উৎপাদিত বিদ্যুৎকে কাজে লাগিয়ে পরিষেবার মান উন্নয়নে আগামী দিন সরকার ২২৭৫ কোটি টাকা খরচ করবে। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্ট। ইতিমধ্যেই এই প্রজেক্ট এর সাথে রাজ্য সরকারের একটি মৌ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী রাজ্য সরকার ৪৫৫ কোটি টাকা খরচ করবে। বাকি টাকা বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান অনেকটাই উন্নত হবে। শনিবার বিকেলে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের পাশে রেখে এমনটাই জানালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রীরাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জিষ্ণু দেব বর্মন।শ্রী দেব বর্মন জানান, রাজ্যে এত বড় প্রজেক্ট আর কখনো হয়নি। বিদ্যুৎ দপ্তর তো বটেই অন্য কোন দপ্তরেও এত কোটি টাকা কোন প্রজেক্টে কার্যকর হয়নি। ২২৭৫ কোটি টাকার প্রজেক্টে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করা হবে। সাংবাদিক সম্মেলনে এদিন বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন এই প্রজেক্ট কার্যকর হলে রাজ্যের পাঁচ থেকে ছয় লক্ষ বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন। শুধু তাই নয় ,এই প্রকল্পের মাধ্যমে ছয় থেকে সাড়ে ছয় হাজার কর্মসংস্থানও সৃষ্টি হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service