জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ বছরে ৪১ হাজার ৯৪৯ টি চাকরি বামফ্রন্ট কল্পনাই করতে পারেনি। কমিউনিস্ট সরকার ২০১৩ থেকে ১৭সাল পর্যন্ত চাকরি দিয়েছে মাত্র ১৩ হাজার ৬৫৭ টি। এটাতেই প্রমাণিত কাদের মানসিকতা বড় , বর্তমান সরকারের মানসিকতা বড় বলেই এত চাকরি দেওয়া সম্ভব হয়েছে। তথ্য সহকারে তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কমিউনিস্ট বা বামফ্রন্ট যেটা ভাবতেও পারিনি , সেটা করে দেখিয়েছে বিজেপি সরকার। নির্বাচনের মুখে যারা শুধু অপপ্রচার করে ক্ষমতার মসনদ দখল করার খোয়াব দেখছে তাদের তথ্য সংগ্রহ করে কথা বলা উচিত। কমিউনিস্টের ২০১৩ থেকে ১৭ সাল পর্যন্ত সাধারণ মানুষ চাকরি পেয়েছে মাত্র 13 হাজার ৬৫৭ জন। আর বিজেপি সরকার ২০২২ এর ১৬ডিসেম্বর পর্যন্ত চাকরি দিয়েছে ৪১ হাজার ৯৪৯টি। বেকারদের প্রতি সরকারের মানসিকতা আছে বলেই সেটা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বীরদর্পে ঘোষণা করলেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি ও খেল দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন আরো বলেন, ইতিমধ্যেই ২৪ হাজার ৩৩ টি চাকরি বেকাররা পেয়ে গেছে। বাকি চাকুরী যেগুলি পাইপলাইনে রয়েছে , সেগুলি হল ৫ হাজার জে আর বিটি ,৬০০০ স্পেশাল এক্সিকিউটিভ ,টেটে ৩০০০ ,এবং হোম ডিপার্টমেন্টে এক হাজার পুলিশ নিয়োগ করা হবে। সর্বমোট ৪১ হাজার ৯৪৯ টি চাকরির অনুমোদন দিয়েছে ফিন্যান্স ডিপার্টমেন্ট। যেগুলি রাজ্যের ছেলেরাই পাবে। সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী কংগ্রেস সিপিএম এর মিতালী নিয়েও তীব্র কটাক্ষ করেন। বলেন গত ২৫ বছর যাদের সঙ্গে শত্রুতা ছিল, যারা শত শত কংগ্রেস কর্মীকে খুন করেছে , রক্তাক্ত করেছিল রাজ্যের ইতিহাস , আজ তাদের সঙ্গে মিলেই পেছনের দরজাদিয়ে ক্ষমতায় আসার খোয়াব দেখছে কংগ্রেস। সেটা কখনোই সম্ভব হবে না।
রাজ্য
পাঁচ বছরে ৪১ হাজার ৯৪৯ টি চাকরির অনুমোদন কমিউনিস্টরা সেটা ভাবতেও পারিনি মন্তব্য করলেন তথ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-12-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this