গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ২৯তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার রাজধানীর মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে । উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসসহ কংগ্রেসের বিভিন্ন শাঁখা সংগঠনের সদস্যরা এবং নেতানেত্রিরা। এদিন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কংগ্রেসের বিভিন্ন শাঁখা সংগঠনের সদস্যরা এবং নেতানেত্রীরা। দিনটি গোটা দেশের সঙ্গে রাজ্যেও সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আদর্শকে জনসাধারণের মধ্যে প্রচারের প্রচেষ্টার কথা জানান। তাছাড়া এদিন রাজধানীর গান্ধীঘাটেও পুস্পার্ঘ দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানানো হয়।
janatar kalam Blog রাজ্য প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হলো প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ২৯তম মৃত্যুবার্ষিকী
Leave feedback about this