জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টি আর বি টিপরিচালিত টেট পরীক্ষা নেওয়া হয়েছে সারা রাজ্যের আটটি জেলাতে। টেট- পেপার টু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। মূলত ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যারা শিক্ষকতা করবে তাদের জন্যই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের আটটি জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে পশ্চিম জেলায় ৫ হাজার ৬৪০ জন , সর্বনিম্ন পরীক্ষার্থী রয়েছে ঊনকোটি জেলায় চৌদ্দশ ৬৪ জন , তারপরে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৫৫২ জন, সিপাহীজলা জেলায় ৩৪৩২ জন, গোমতী জেলায় ২৮৯৪ জন , খোয়াই জেলায় ২৪৪৮ জন , উত্তর ত্রিপুরা জেলায় ২১১২ জন , ধলাই জেলায় ১৯৩২ জন। সকাল সাড়ে ১১ টার মধ্যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছিল। ১২টা থেকে শুরু হয়েছিল পরীক্ষা। সবকটি জেলায় শান্তিপূর্ণ ও সুশৃংখল ভাবে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন দেব।
রাজ্য
রাজ্যের আট জেলায় শান্তিপূর্ণভাবে নেওয়া হয়েছে টেট পরীক্ষা
- by janatar kalam
- 2022-12-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this