জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর-পূর্বাঞ্চলের নার্সিং পড়ুয়া ছাত্র ছাত্রীদের সঙ্গে ব্যাঙ্গালোরে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। খোঁজখবর নেন তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার। সোমবার রাত্রি ৯ টায় ব্যাঙ্গালোরে একটি বেসরকারী কনফারেন্স হলে উত্তর-পূর্বাঞ্চল তথা ত্রিপুরার নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শ্রীমতি ভৌমিক এদিন উত্তর-পূর্বাঞ্চল তথা ত্রিপুরার প্রত্যেক জন ছাত্র-ছাত্রী সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেন। জানতে চান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের সমস্যার কথা জানতে পেরে শীঘ্রই তার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। বলেন সরকার ছাত্র-ছাত্রীদের কল্যানেই নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। শ্রীমতি ভৌমিক এদিন আরো বলেন, জাতীয় পতাকা উত্তোলনে ভারতবর্ষে আখাউড়া চেকপোস্ট হচ্ছে দ্বিতীয়। এখানে পতাকার যেই প্রদর্শনী হয় সেটা অত্যন্ত দৃষ্টিনন্দন। সারা বিশ্বের মধ্যে ভারতকে এক নম্বর পজিশনে আনার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেই কাজ কখনই সফল হবে যখন বর্তমান প্রজন্মের যুবসমাজ দেশ গঠনে হাতে হাত মিলিয়ে কাজ করবে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন ব্যাঙ্গালোরের স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান আরকে গ্রুপ অফ ইনস্টিটিউশন। কেন্দ্রীয় মন্ত্রীকে এদিন শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে স্বাগত জানান ইনস্টিটিউশনের চেয়ারম্যান কে শিব নাঙ্গা ,ম্যানেজিং ডিরেক্টর সুদীপ বণিক।
রাজ্য
ব্যাঙ্গালোরে নার্সিং পড়ুয়াদের সাথে মতবিনিময় করলেন প্রতিমা ভৌমিক
- by janatar kalam
- 2022-12-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this