2024-12-19
agartala,tripura
রাজ্য

২০১৪ সাল থেকে বিপন্ন হয়ে পড়েছে দেশের গণতন্ত্র:সিপিআই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযোগ্য মর্যাদায় আগরতলায়ও পালন করা হয়েছে সি পি আই এর ৯৮তম প্রতিষ্ঠা দিবস।সোমবার কৃষ্ণনগর জুনু দাস ভবনের সামনে সিপিআই কর্মী সমর্থিতরা জড়ো হয়ে দলের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই নেতা মিলন বৈদ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন ২০১৪ সাল থেকে দেশে গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। সারাদেশে মানুষ কাজ ও খাদ্যের জন্য হাহাকার করছে। তার থেকে পরিত্রাণ পেতে কমিউনিস্ট মনোভাবাপন্ন মানুষ একত্রিত হয়ে লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service