2024-12-16
agartala,tripura
রাজ্য

অনুমোদন দেওয়া হলো সোনামুড়া-দাউদকান্দি রুটকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের

সোনামুড়া-দাউদকান্দি রুটকে ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট হিসাবে অনুমোদন দেওয়া হলো বাংলাদেশ সরকারের তরফ থেকে।রুটের সংখ্যা ৮থেকে বাড়িয়ে ১০করা হচ্ছে এবং বিদ্যমান রুটে নতুন স্থানও যুক্ত করা হয়েছে। গোমতী নদীর সোনামুড়া দাওকান্দি ৯৩কিমি ৯ম ও ১০ম রুট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রুটটি রাজ্যের অর্থনীতিকে সশক্ত করবে ও এর ফলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে উঠে আসবে বলে ধারণা একাংশ মহলের ধারণা । ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট হিসাবে অনুমোদন দেওয়ার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহোদয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service