2024-12-15
agartala,tripura
রাজ্য

ত্রিপুরাতে আঞ্চলিক রাজনৈতিক দল বিজেপির কাছে কোন ফ্যাক্টর নয়, ১৮ বিধানসভা নির্বাচনে চেয়ে আরো বেশি আসন পাবে বিজেপি : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ বিধানসভা নির্বাচনের আসন সংখ্যা থেকে একটি আসনও কমবে না উপরন্তু অনেক বেশি আসন পেয়ে ক্ষমতায় বসবে বিজেপি। স্পষ্ট জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন ,ত্রিপুরার মানুষ বুঝে গেছে প্রধান বিরোধীরা হারবে জেনেই মানুষের কাছে অনলাইনে টাকা চাইছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর সাংসদ বিপ্লব কুমার দেব এর মধ্যে কোথাও যেন ফারাক খুঁজে পাওয়া যাচ্ছে না।শনিবার প্রশ্নবানে জর্জরিত করেছিল সাংবাদিকরা। ঘুরিয়ে-ফিরিয়ে বিপ্লব দেবের একই উত্তর বিজেপি পার্টির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে দেখেই সাধারণ মানুষ আবার বিজেপিকে ভোট দেবে। সুতরাং ২০১৮ বিধানসভা নির্বাচনের চেয়ে আরো বেশি আসনে ক্ষমতায় ফিরছে বিজেপি , তাতে কোন সন্দেহ নেই।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধানসভা আসন সংখ্যা নিয়ে বলেন , বিজেপির বর্তমান আসন সংখ্যার চেয়ে আসন কমে যাওয়ার আর কোন সম্ভাবনা নেই। উপরন্তু অনেকগুণ বেড়ে যাবে আসন সংখ্যা। তিপরা মথা দল প্রসঙ্গে বিপ্লব দেব বলেন , ত্রিপুরাতে আঞ্চলিক রাজনৈতিক দল বিজেপির কাছে কোন ফ্যাক্টর নয়। আঞ্চলিক দল গুলি বরাবর উত্থান-পতন নিয়ে আছে। বিজেপিকে মানুষ ভোট দেবে কাজের নিরিখে।এদিনের সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রধান প্রশ্ন ছিল , এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ কে , কেননা ২০১৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি বিপ্লব কুমার দেবও। তাই সাধারণ মানুষের প্রশ্ন টেনে নিয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ কে ? বিপ্লব দেবের সোজাসাপ্টা কথাঃ নরেন্দ্র মোদিই দলের প্রধান মুখ। রাজ্যসভায় বিপ্লব দেব যে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুলি নিয়ে জোর শাওয়াল করেছিল সেই বিষয়গুলোও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন শ্রী দেব। সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করতে গিয়ে বারবার রাজ্যের উন্নয়ন প্রসঙ্গটি টেনে এনেছেন। বলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি দলই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service