2024-12-18
agartala,tripura
রাজ্য

রাজ্যে পৌঁছে প্রথমেই পাঞ্চালি ভট্টাচার্যীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাংসদ বিপ্লব দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারের জায়া পাঞ্চালি ভট্টাচার্যীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার রাজ্যে ফিরেই, সরাসরি চলে যান শ্রী সরকারের সরকারি আবাসে। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার ও পাঞ্চালি পাঞ্চালি ভট্টাচার্যীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ, দিল্লি থেকে বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে ফোনে কথা বলেন, এবং শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। শীতকালীন অধিবেশন চলায় এতদিন দিল্লিতেই ছিলেন তিনি। আজ রাজ্যে পৌঁছে প্রথমেই সরাসরি মানিক সরকারের আবাসে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংসদ বিপ্লব কুমার দেব, শ্রীমতি পাঞ্চালি ভট্টাচাৰ্যর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service