উদয়পুরের সৌন্দোর্য বৃদ্ধি করার লক্ষ্যে উদয়পুর শহরের ঐতিহ্য বাহী দীঘির চারপাড় পর্যটকদের জন্য আকর্ষণের কাজ চলছে l এই কাজের গুণগত মান খতিয়ে দেখতে আজ খোদ পর্যটন মন্ত্রী ও দপ্তরের আধিকারিক , প্রকুশলী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সরোজমিনে পরিদর্শন করেন উদয়পুরের জগন্নাথ দীঘি ও জগন্নাথ মন্দির এলাকা l মন্ত্রী দপ্তরের আধিকারিক ও ঠিকেদারদের কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব দেন l এদিন পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় উদয়পুরের জগন্নাথ মন্দিরের ভগ্ন দশা কিভাবে সংরক্ষণ করা যাবে সেই বিষয়ে দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা বলেন ল এদিন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, উপ অধিকর্তা আশিষ দত্ত, পর্যটন দপ্তরের কার্য নির্বাহী বস্তূ কার উত্তম পাল , পূর্ত ও পানীয় জল দপ্তরের আধিকারিক গণ প্রমুখ l
janatar kalam Blog রাজ্য জগন্নাথ দীঘির চারপার বাধানোর অসমাপ্ত কাজ পরিদর্শনে পর্যটন মন্ত্রী পর্যটন মন্ত্রী
Leave feedback about this