জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৩ এবং ২৫ ডিসেম্বর দুদিনের দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পূর্ণরূপে সফল করার লক্ষ্যে তৎপর রয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরি। এই উদ্দেশ্যে বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে ৫২ জন কর্পোরেটার ও অন্যান্য আধিকারিকদের নিয়ে এক প্রস্তুতি মিটিং সম্পন্ন করেন তিনি। ২৩ শে ডিসেম্বর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেশা বিরোধী অভিযান উপলক্ষে শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে সনু নিগম নাইটের আয়োজন করা হয়েছে। এছাড়া ২৫ ডিসেম্বর রবীন্দ্রভবনে আড়াই মাস ধরে ঘরে ঘরে সুশাসন অভিযান শেষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অভিযানকালে কি কি করা হয়েছে সে সম্পর্কিত রিপোর্ট কার্ড ঐদিন প্রদান করা হবে। দুটো গুরুত্বপূর্ণ কর্মসূচি সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষে বুধবার পৌর নিগমের মেয়র সহ সমস্ত কর্পোরেট দের নিয়ে এক প্রস্তুতি মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে পৌরোহিত্য করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। দুটি কর্মসূচিই রাজ্যবাসীর কল্যাণে যথেষ্ট সুফল বহন করে আনবে। সনু নিগম নাইট যুব সমাজকে নেশার বিরুদ্ধে অবস্থান নিতে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখবে বলে সুশীল সমাজ মনে করে। অপরদিকে ঘরে ঘরে সুশাসনের প্রভাব পড়ায় মানুষের বহুদিনের জটিল সমস্যা সহজে সমাধান হয়েছে। এদুটো কর্মসূচি জনজীবনে সুদুরপ্রসারি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য
সুশাসনের শেষে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নিয়েগুরুত্বপূর্ণ বৈঠক করেন সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-12-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this