2024-09-20
agartala,tripura
রাজ্য

১০৩২৩ শিক্ষকদের চাকরিও খেয়েছিল তারা, নাম না করে এক দলছুট বিজেপি নেতাকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যাতে ডেন্টাল মেডিকেল কলেজ না হয় তার জন্য যারা কুচক্রী তারা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছিল। ১০৩২৩ শিক্ষকদের চাকরিও খেয়েছিল তারা , বিধানসভায় ঝামেলা সৃষ্টি করে , তাদের দ্বারাই রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে। নাম না করে এক দলছুট বিজেপি নেতাকে তীব্র কটাক্ষ করলেন প্রফেসর ডা : মানিক সাহা। কুচক্রীরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও আটকাতে পারেনি আইজিএম হাসপাতালের ডেন্টাল মেডিকেল কলেজ। আইজিএম হাসপাতালে নবনির্মিত সুদৃশ্য পাকা বাড়িতে গড়ে উঠেছে ডেন্টাল মেডিকেল কলেজ। কাজ হয়নি প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েও। কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকায় , ডেন্টাল মেডিকেল কলেজের উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী। বুধবার রাজধানীর চিত্তরঞ্জন রোড সংলগ্ন স্থানে ক্ষেত্রমোহন ইংলিশ মিডিয়াম একাডেমির শিলান্যাস করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। শ্রী সাহা বলেন , উন্নয়ন কাজে আমরা কোন রাজনীতি করি না। যাদের রাজনীতিটাই পেশা , তারাই সব সময় নিজেদের জাহির করতে হই হট্টগোল বাধায়। এদিন মুখ্যমন্ত্রী ক্ষেত্রমোহন ইংলিশ মিডিয়াম অ্যাকাডেমির শিলান্যাস করে বলেন ,আজকে খুব আনন্দের দিন , কেননা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই স্কুলটি স্থাপন করা। অতীতে বহু চেষ্টা করা হয়েছিল , কিন্তু বিভিন্ন প্রতিকূলতার ফলে সেটা করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের শাসনে অনেকটাই মুক্ত হয়েছে। কেননা বর্তমান সরকার এডুকেশন, হেলথ, এগ্রিকালচার এবং স্পোর্টস এর উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়েই রাজ্যের উন্নয়ন কর্ম যজ্ঞে হাত লাগিয়ে দিয়েছে সরকার। এদিনের শিলান্যাস পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , শিক্ষামন্ত্রী রতন লাল নাথ , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।উল্লেখ্য কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে স্কুলের নতুন ভবন নির্মাণের। কেননা ইতিমধ্যেই রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করেছে।পিডাব্লিউ থেকে চাওয়া হয়েছে আরও এক কোটি টাকা। এই বিদ্যালয়টি চালু হয়ে গেলে বিশেষভাবে উপকৃত হবে সেন্ট্রাল রোড সংলগ্ন এলাকার মানুষজন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service