জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ ডিসেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ রামপ্রসাদ বিসমিল এবং শহীদ আসফাকউল্লা খানের আত্মবলিদান দিবস। বিগত দিনের মতো এবার এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলো এসইউসিআই এর তিন গণসংগঠন এ আই ডিএস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস। এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে দুই বীর বিপ্লবীর আত্ম বলিদান দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বটতলা এলাকায়। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন তিন সংগঠনের সভাপতি যথাক্রমে মৃদুল কান্তি সরকার, ভবতোষ দে এবং শিবানী দাস ছাড়াও অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ আই ডি এস ও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য। তিনি বলেন স্বাধীনতা আন্দোলন যে হিন্দু ও মুসলিম উভয়ের রক্তের বিনিময়ে এসেছে তার জলন্ত উদাহরণ দিয়ে গেছেন এই দুই মহান বিপ্লবী। অথচ স্বাধীনতার ৭৫বছর পরও দেশের শাসকশ্রেণী স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে জনসম্মুখে তুলে ধরছে না। শুধুমাত্র ভোটের স্বার্থে দেশপ্রেমকে কাজে লাগাচ্ছে। তাই আজ সার্থপরতার এই অন্ধকার দিনে এই দুই মহান বিপ্লবীর জীবন থেকে শিক্ষা নিয়ে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির আহ্বান জানান তিনি।
রাজ্য
পালিত হলো বীর বিপ্লবী শহীদ রামপ্রসাদ বিসমিল এবং শহীদ আসফাকউল্লা খানের আত্মবলিদান দিবস
- by janatar kalam
- 2022-12-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this