2024-12-19
agartala,tripura
রাজ্য

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে স্বার্থের রাজনীতি চলছিলো এতদিন ত্রিপুরায় :মোদি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খানিকটা দেরিতে হলেও রাজ্যে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র অল্প কিছু সময়ের রাজ্য সফরে এসে তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশের মধ্য দিয়ে। পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,বিগত আমলে ত্রিপুরায় দশকের পর দশক ধরে যে সরকার বসেছিল তাদের বিচারধারা বর্তমান সমাজ ব্যবস্থায় গুরুত্ব হারিয়েছে। আর সুবিধাবাদী রাজনীতিবিদরা ত্রিপুরাকে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা এবং উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে স্বার্থের রাজনীতি চলছিলো এতদিন ত্রিপুরায়। এর জন্য সবথেকে বেশি ক্ষতি হয়েছে গরীব মানুষের, যুব সম্প্রদায়ের, কৃষকদের, এবং ত্রিপুরা রাজ্যের মা ও বোনদের। বিগত সরকারের, এবং বিরোধী রাজনৈতিক দলগুলির এই ধরনের বিচার ধারা এবং মানসিকতায় আগামী দিনেও জনতার কোন ধরনের সুবিধা হবে না, তাদের কোন অবস্থার পরিবর্তন হবে না। তারা শুধু নাকারাত্মক চিন্তাভাবনা নিয়ে চলে। তাদের কাছে, সদর্থক মানসিকতা এবং ইস্যু নেই। কেবলমাত্র ডবল ইঞ্জিনের সরকারের কাছেই রয়েছে উন্নয়ন করার সংকল্প। আর এই সংকল্পের মাধ্যমেই সাকারাত্মক রাস্তায় মিলবে সিদ্ধি। আর যারা নাকারাত্মক মানসিকতা নিয়ে চলছে, তারা এগিয়ে চলার রাস্তায় ক্রমাগত পিছিয়ে যাবে। যখন ত্রিপুরাতে এক্সেলেটরের প্রয়োজন, তাদের নাকারাত্মক মানসিকতা ও রাজ্যকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা কোনভাবেই মানা যায় না। জনসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service