2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদুরকর্তা চৌমুহনীতে বিজেপির নতুন ভবনের দ্বার উদঘাটন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। বর্তমান প্রদেশ কার্যালয়ের জায়গাটা অনেক ছোট। স্থান সংকুলানের জন্য বাধ্য হয়ে প্রদেশ বিজেপি রাজধানীর বিদুর কর্তা চৌমুহনীতে দ্বার উদঘাটন করলেন নতুন ভবনের। বুধবার পুজোপাঠ করে নতুন ভবনে প্রবেশ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য কার্য কর্তারা। একদিকে ২০২৩ বিধানসভা নির্বাচন অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফর। এই দুই কর্মসূচি নিয়ে বিজেপি দলের মধ্যে এখন সাজু সাজু রব। নতুন ভবন থেকেই নির্বাচনের সমস্ত রণকৌশল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি নিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে দলের মন্ত্রী বিধায়ক এবং কোর কমিটির সদস্যদের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন। দিশা দেখাবেন 2023 বিধানসভা নির্বাচনের। এদিকে প্রধানমন্ত্রীর সফর কর্মসূচিকে সফল রূপায়ণ করতে এবং আস্তাবল ময়দানে লক্ষ্য টানতে ব্যস্ত হয়ে পড়েছে প্রদেশ বিজেপির তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারাও। লক্ষ এবার 50হাজার লোক টানার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service