2024-12-19
agartala,tripura
রাজ্য

বর্তমান পরিস্থিতিতে কৃষকদের দাবি-দাওয়া নিয়ে সময়োপযোগী আন্দোলন গড়ে তোলার ডাক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে প্রতিনিয়তই নানা আন্দোলন কর্মসূচী সংঘটিত করছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। কৃষকদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই সংগঠনকে আরো কিভাবে বেশি করে শক্তিশালী করে তোলা যায় সেই লক্ষ্যেই কাজ করছেন ইউনিয়নের নেতৃত্ব। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই বুধবার আগরতলা মেলারমাঠ স্থিত কৃষক ক্ষেতমজুর ভবনে অনুষ্ঠিত হল ইউনিয়নের রাজ্য পরিষদের বর্ধিত সভা। সংগঠনের রাজ্য সভাপতি বিধায়ক ভানুলাল সাহার পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে অন্যতম বক্তা হিসেবে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর, ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই বর্ধিত সভায় সংগঠনকে আগামী দিন আরো কিভাবে শক্তিশালী করা যায় এবং বর্তমান পরিস্থিতিতে কৃষকদের দাবি-দাওয়া নিয়ে সময়োপযোগী আন্দোলন গড়ে তোলার উপর বক্তব্য রাখেন নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service