2024-11-16
agartala,tripura
রাজ্য

আগামী ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন হবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস।রাজ্যেও বাংলাদেশ সহকারি হাইকমিশনের উদ্যোগে বিগত দিনের মতো এবারও বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন হবে। সেদিন সহকারি হাইকমিশন দিনভর নানা কর্মসূচির আয়োজন করে। সকালে সহকারী হাইকমিশন কার্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবসের কর্মসূচি। এরপর সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, প্রতি পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ ও স্বাধীনতার সংগ্রামে শহীদদের জন্য বিশেষ প্রার্থনা এবং অ্যালবার্ট এক্কা পার্কে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। মঙ্গলবার সহকারী হাইকমিশন কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মহম্মদ। তিনি এদিন আরো জানান প্রথম পর্বের অনুষ্ঠানের শেষে দ্বিতীয় পর্বে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর আলোচনাচক্র ও দুই দেশের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্পূর্ণ এই কর্মসূচিতে ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেবে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তাই বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দিনভর কর্মসূচিতে সমাজের সব অংশের মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করলেন বাংলাদেশ সহকারি হাইকমিশনার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service