লক ডাউনে যে জায়গায় মানুষ দিন দিন বিপন্ন হচ্ছে সে জায়গায় ক্রমশই দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরের তাণ্ডব. ঘটনা ত্রিপুরার রাজধানী আগরতলা সংলগ্ন নারায়ণপুর বাজারে. জানা যায় নারায়ণপুর বাজারের শুকনো মাছ বিক্রেতা অনুপ দাসের দোকানে গতকাল রাতে হানা দেয় চুরের দল সকালে এসে দোকান খোলে দেখতে পাই বেশ কিছু পরিমাণ শুকনো মাছসহ নগদ সাড়ে ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চুরের দল. মামলা দায়ের করা হয়েছে পুলিশে. ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে.
janatar kalam Blog রাজ্য পুলিশকে ঘুমে রেখে রাজধানীসহ বিভিন্ন প্রান্তে চুরির তাণ্ডব চালাচ্ছে চুরের দল, ক্ষোভে ফুঁটছে রাজধানীবাসী
Leave feedback about this