2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে এলাকার অলিগলিতে পদ্মফুলের দেওয়াল লিখন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশন এখনো রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি। এরপরেও গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সব কটি রাজনৈতিক দল। এখন পর্যন্ত ভোট প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। বিধানসভা ভিত্তিক সভা সমাবেশ থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট প্রচার চলছে এখন জোর কদমেই। এখনই থেমে নেই দলের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে কার্যকর্তারা। রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখন বদ্ধপরিকর শাসকদল। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রচারের অঙ্গ হিসেবে চলছে দিকে দিকে দেওয়াল লিখনও। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা পৌর নিগমের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দূর্গা চৌমনি এলাকায়। স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে এদিন চলে এলাকার অলিগলিতে পদ্মফুলের দেওয়াল লিখন। আর এই দেওয়াল লিখনকে ঘিরে দলীয় কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service