2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গুজরাটের জয়ের পর ২৩শে আবার বিজেপি : সুশান্ত

গুজরাট বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টানা সপ্তম বারের অসাধারণ ঐতিহাসিক বিজয় উদযাপন করতে রবিবার ১০মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ১০মজলিশপুর মন্ডল দ্বারা আয়োজিত একটি সুবিশাল বিজয় রেলিতে অংশগ্রহণ করেছে এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা সহ দলের কার্যকর্তারা বাজি-পটকা ফাটিয়ে, ঢোলের তালে তালে নেচে এবং মিষ্টি বিতরণ করে গুজরাটে দলের ঐতিহাসিক বিজয় উদযাপন করেছে।বিজয় র‌েলিটি রানীর বাজার বিদ্যামন্দির স্কুল মাঠ থেকে শুরু হয়ে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service