2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যে ধারা লাগানো যায় না প্রশাসন সেই ধারা লাগিয়ে আমাদের পেটের দায়ে করা আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে দাবি ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠনের

বুধবার রাজধানীর জগন্নাথ বাড়ীর এলাকার জগন্নাথ বাড়ি পার্কের সামনে ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন এবং এরা সরকারের কাজে বাধা দিচ্ছে বলে প্রশাসনের দেওয়া অভিযোগকে তীব্র ভাষায় কটাক্ষ করে এরা প্রশাসনের উদ্দেশ্যে বলেন যে দপ্তরটা আমাদের আমরা আমাদের নিজের পেটের দায়ে দপ্তরের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম বাধা আপনারা দিয়েছেন বলে মন্তব্য করেন. পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তাঁদের উপর যে ধারা লাগানো সেই ধারা তাঁদের উপর লাগানো যায়না বলে জানান এরা এবং রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রসঙ্গে বলতে গিয়ে এরা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর কথার অবমাননা করে শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা তাঁদের অনুদান নিয়ে শর্ত জারি করেছেন তাঁদের যোগ্য শাস্তি প্রদান করারও দাবি রাখেন রাজ্য সরকারের কাছে.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service