জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা। ২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ মহিলা মোর্চা। প্রাক নির্বাচনী প্রচার শুরু করবে রবিবার খয়েরপুরের পল্লীমঙ্গল স্কুল মাঠে জনসভায় মাধ্যমে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে রাজ্যে আসছেন মহিলামোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী ভারতী শ্রীনিবাসন। উল্লেখ্য ভারতী শ্রীনিবাসন কেরালার কোয়েম্বাটুর থেকে বিখ্যাত চিত্রনায়ক কমল হাসানকে বিধানসভা ভোটে হারিয়েছিল। খয়েরপুরএর জনসভা শেষে বিকেল পাঁচটায় মিলিত হবে মঠচৌমুনীতে চায়ের সঙ্গে আড্ডায়।সন্ধ্যা সাড়ে ৬ টায় মুখোমুখি হবে সাংবাদিকদের। পরদিন ১১ তারিখ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন শেষে উদয়পুরে কয়েকটি অনুষ্ঠানে মিলিত হবেন। উদয়পুর থেকে ফিরেই রাজ্য ত্যাগ করবেন মহিলা সভানেত্রী। সাংবাদিক বৈঠকে জানালেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝরনা দেববর্মা।
রাজ্য
২৩ বিধানসভা জয়ের লক্ষ্যে রাজ্যে আসছেন মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী ভারতী শ্রীনিবাসন বক্তব্যরাখবে দুইসভায়
- by janatar kalam
- 2022-12-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this