জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রের সংশোধিত হারে বকেয়া সহ পেনশন প্রদান, বকেয়া ৩০ শতাংশ মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুর, নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করা, মাসিক চিকিৎসা ভাতা ২০০০ টাকা করে হাসপাতাল গুলিতে ভার্ধক্য জনিত চিকিৎসার জন্য জেরিয়াট্রিক ওয়ার্ড স্থাপন সহ মোট ১০ দফা দাবিতে এবার রাস্তায় নামল রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে শনিবার আগরতলা ওরিয়েন্ট চৌমুনিতে অনুষ্ঠিত হয় দাবিগুলি নিয়ে পথসভা। পথসভায় অংশ নেন অবসরপ্রাপ্ত রাজ্যের সরকারি কর্মচারীরা। এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বণিক জানান, দীর্ঘদিন ধরে এই দাবিগুলি আদায়ের জন্য এসোসিয়েশন লড়াই সংগ্রাম সংঘটিত করেছে।অথচ কোন ধরনের সফলতা পাওয়া যায়নি। তাই এবার দাবিগুলি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামলেন তারা। এরপরেও যদি সরকার দাবিগুলি পূরণের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে পরবর্তী সময়ে সংগঠন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানালেন শ্রী বণিক।
রাজ্য
১০ দফা দাবিতে এবার রাস্তায় নামল রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা
- by janatar kalam
- 2022-12-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this