2024-11-16
agartala,tripura
রাজ্য

স্কুলে পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখলেন চাকরিচুত্য শিক্ষক-শিক্ষিকারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুলে পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখলেন চাকরিচুত্য শিক্ষক-শিক্ষিকারা। এই শিক্ষক-শিক্ষিকাদের একটা অংশ একদিকে যখন আগরতলাতেই আমরণ অনশন আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছেন, ঠিক তখন অপর আরেকটি অংশ একই দাবিতে পূর্ব ঘোষণা মোতাবেক শুক্রবার আগরতলায় সংঘটিত করলেন মানববন্ধন কর্মসূচি। মূলত মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতেই এবারকার তাদের এই কর্মসূচি। এদিন আগরতলা উত্তর গেইট থেকে রাধানগর পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে গলায় দাবী সনদ সম্বলিত প্লেকার্ড ঝুলিয়ে শান্তিপূর্ণভাবেই আন্দোলনের শামিল হলেন তারা। তাদের দাবি অবিলম্বে আর টি আই ও প্যারা ১২৭ মূলে তাদেরকে বিদ্যালয়ে পুনর্বাহাল করতে হবে, প্রতিশ্রুতি মোতাবেকেই তাদেরকে চাকুরী ফিরিয়ে দিতে হবে। চাকুরীচুত্য শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবার-পরিজনদের নিয়েই এদিনের এই আন্দোলন কর্মসূচিতে সামিল হন। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে জে এম সির নেতৃত্ব ডালিয়া দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, চাকুরী ফিরিয়ে পাবার দাবিতে তাদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। বর্তমান সরকার গত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে আইনি সমস্ত দিক খতিয়ে দেখেই তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হবে। কিন্তু আজ পর্যন্ত সমস্যার কোন সমাধান নেই। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দু দুবার তাদের সাথে কথা বললেও, কাজের অগ্রগতির নিয়ে কোন ধরনের তৎপরতা নেই। তাই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবারের এই মানববন্ধন কর্মসূচি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service