2024-12-19
agartala,tripura
রাজ্য

সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অবৈধ কার্যকলাপের পাশাপাশি অপরাধজনিত ঘটনাগুলি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে : আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় অনুষ্ঠিত হয় বিএসএফ ও বিজিবির উচ্চ স্তরের আধিকারিকদের নিয়ে বিশেষ এক সম্মেলন। সম্মেলনে বিজিবি রিজিওনাল কমান্ডার তানভীর গনি চৌধুরী নেতৃত্বে ১৩ জনের এক প্রতিনিধি দল অংশ নেয়। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সুমিত সরনের নেতৃত্বে ১২ জন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক যোগ দেন এই সম্মেলনে।তিন দিনের এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা সোহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেল সীমান্তের নানা সমস্যার পাশাপাশি পাচার বাণিজ্য ও নেশা সামগ্রী আমদানি রপ্তানির বিষয়টি। সম্মেলনে দুই পক্ষই গঠনমূলক আলোচনায় অংশ নেয়। দুই পাড়ের সীমান্ত বাহিনীর সুসম্পর্ককে বজায় রেখে আগামী দিন আরো কিভাবে বিভিন্ন অপরাধ সহ অবৈধ কাজকর্ম প্রতিরোধ করা যায়, তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন আধিকারিকরা। এছাড়া সীমান্তের যে সমস্ত সমস্যা গুলি রয়েছে, সেই সমস্যাগুলি কিভাবে দ্রুত সমাধান করা যায় তারও একটি রূপরেখা তৈরি করা হয় এই সম্মেলনে। তিন দিনের আন্তর্জাতিক স্তরের এই সম্মেলন শেষ হবার পর শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন আইজিপিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সুমিত সরণ ও বিজিবি রিজিওনাল কমান্ডার তানভীর গন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উভয়েই তুলে ধরেন আলোচনার বিষয়বস্তুগুলি। আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সাংবাদিক সম্মেলনে বলেন, প্রতিনিধি মূলক সম্মেলনে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অবৈধ কার্যকলাপের পাশাপাশি অপরাধজনিত ঘটনাগুলি বিগত দিনের মতো আগামী দিনেও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ককে আরো সুদৃঢ় করার জন্য এধরনের সম্মেলন কিংবা বৈঠক বেশি করে সংঘটিত করার উপরও গুরুত্ব দেয়া হয় উভয় পক্ষের তরফে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service