জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রতিদিন ঘটছে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা। শাসক দলের দুর্বৃত্ত বাহিনীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধীদলের নেতাকর্মী সমর্থকরা। এরই প্রতিবাদে এবং বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছে বিরোধীদল সিপিআইএম ও তার সংগঠনগুলি। রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা সহ একগুচ্ছ দাবী দাওয়াকে সামনে রেখে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সন্ত্রাস, বেকারত্বের হার বৃদ্ধির প্রতিবাদে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এক গর্জ্যমান প্রতিবাদ মিছিল সংঘটিত করে সিপিআইএম। এই দিনের এই লাল ঝান্ডার প্রতিবাদ মিছিল রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অলিগলি পথ পরিক্রমা করে। যার নেতৃত্ব দেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস ও সদর বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রসঙ্গে পার্টির সদর বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে, রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, রাজ্যের মানুষের কাজ ও খাদ্যের দাবি কে সামনে রেখেই এই প্রতিবাদ মিছিলের আয়োজন।
রাজ্য
রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা সহ একগুচ্ছ দাবী দাওয়াকে সামনে রেখে মিছিল সিপিআইএম এর
- by janatar kalam
- 2022-12-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this