2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

“শাসন নয় সুশাসনই গনতন্ত্রের পর্যায়বাচী”-মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্ডীপুর বিধানসভার ছনতৈল উচ্চ বিদ্যালয় মাঠে “প্রতি ঘরে সুশাসন” মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। অনুষ্ঠানে বিভিন্ন লাভ্যার্থীদের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা বলেন,”শাসন নয় সুশাসনই গনতন্ত্রের পর্যায়বাচী” জনগনের মৌলিক অধিকার জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service