2024-12-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরুদ্ধে এবার নতুন করে রাস্তায় নামল তৃণমূলে ছাত্র পরিষদ, ঘেরাও করলো শিক্ষামন্ত্রীর বাসভবন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরুদ্ধে এবার নতুন করে রাস্তায় নামল তৃণমূলে ছাত্র পরিষদ। তাদের অভিযোগ প্রকল্পের নাম করে পড়ুয়াদের কাছ থেকে অর্থ আদায় করে মুনাফা লুটছে সরকার। এতে করে বিপাকে পড়ছেন অভিভাবকরা। শিক্ষার নামে সরকার যেভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, তারই প্রতিবাদে সোমবার শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ঘেরাও কর্মসূচি সংঘটিত করে। অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করার দাবি জানান সংগঠনের কর্মীরা। সংগঠনের রাজ্য সম্পাদক শিবম সাহার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি বেশ কিছু সময় চলার পর পুলিশ অনেকটা জোরপূর্বক ভাবে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ও ঘেরাওকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় মন্ত্রীর বাসভবন চত্বর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service