জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত কয়েক বছর ধরে নতুন শিক্ষকদের অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানিয়ে আসছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। গেল দুই বছর করোনার কারণে সেই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। বর্তমানে করোণা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এসোসিয়েশন এবছর নবীন বরণ উৎসবের আয়োজন করে। আগামী ১১ ডিসেম্বর রবিবার আগরতলা মুক্তধারা অডিটেরিয়ামে অনুষ্ঠিত হবে এই উৎসব। উৎসবে প্রায় চার হাজার নতুন শিক্ষককে স্বাগত জানানো হবে। এই নবীনবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের দাবি নতুন শিক্ষকদের এভাবে বরণ করে নেওয়ার ঘটনা দেশের মধ্যে অনেকটা নজিরবিহীন। তাই এই নবীন বরণ উৎসবকে সফল করতে করে তুলতে সব অংশের মানুষের সর্বাঙ্গীণ সহযোগিতা চাইলেন তারা।
রাজ্য
প্রায় চার হাজার নতুন শিক্ষককে স্বাগত জানানো হবে : ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন
- by janatar kalam
- 2022-12-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this