জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নবনির্মিত সাব্রুম বিভাগীয় কার্য্যালয়-এর উদ্বোধন করেছে পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার,পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার ইঞ্জিনিয়ার শ্যামলাল ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক,তাপস লোধ,পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নির্বাহী বাস্তুকার প্রণয় কুমার দাস, নবগঠিত বিভাগীয় কার্য্যালয়ের নির্বাহী বাস্তুকার রীতেশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥
রাজ্য
সাবরুম পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-12-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this